যদি এ যাত্রায় বেচে ফিরি <br />আর আমি কাকের বাসা ভাঙার মিটিং করবনা,<br />তেপান্তরের মাঠ পেরিয়ে বুনো হাসের ডিম খুজে খুজে কতবার ভেঙে গেছে শামুকের ঘুম, <br />কত যে বার জড়োসড়ো পথ বদলেছে কলমীর ডগা,<br />আর আমি বড়শীতে কেঁচো গেথে প্রতারক হবনা,<br />এ যাত্রায় বেচে গেলে সাগরের জলে <br />সুধাবনা দেহজ লবন,<br />বাতাসে মেশাবনা লোভ ঘৃনা ঈর্ষার বিরহী বিষ ,<br />মেঘের গায়েও আর ছুড়বনা ঢিল।<br />এটুকুইতো পারা না পারা আমার,<br />আমিতো আর জাতিসংঘ নই,<br />আমি বড়জোর ঘরে সেভ শিখছি, ফু মেরে মশা উড়াচ্ছি, পিপড়েকে ছায়া ফেলে মানুষের থেকে দুরে আর তেলাপোকার কি অপরুপ রসায়ন<br />পথ বদলে বদলে।<br />গ্রামগুলো থাকনা গ্রামের মত<br />খাল বিল ডোবা শাপলা শালুক,<br />এটুকুইতো সাধ্য আমার,<br />আমিতো আর পাহাড় নদী সাগরখেকো নই, <br />মাটিখেকো, বনখেকো, ত্রানখেকো নই, <br />আমারতো আর লোহা প্লাস্টিক হজম হয়না, <br />আমি বড়জোর একটা বীজ পুতে জল ঢালতে পারি।<br /><br />শিকদার হুমায়ুন কবীর পলাশ